ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

৬২ হাজার ইয়াবাসহ গজারিয়ায় ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৮, মার্চ ২৮, ২০১৮
৬২ হাজার ইয়াবাসহ গজারিয়ায় ২ যুবক আটক আটক দুই যুবক ও উদ্ধার করা ইয়াবা

মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ৬২ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য জানায় র‌্যাব-১১। এর আগে মঙ্গলবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের বালুয়াকান্দি এলাকার মুন ফিলিং স্টেশনের সামন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার আমির হোসেনের ছেলে হাসানুল ইসলাম হাসান ওরফে বিল্লাল (২৭) এবং বান্দরবানের আলিকদম এলাকার আব্দুল মোনাজের ছেলে জয়নাল আবেদিন ছোটন (১৯)।

নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর সিনিয়র সহাকারী পুলিশ সুপার (এএসপি-অপারেশন) বিল্লাল বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে অভিযান চালিয়ে ৬২ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়।

গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।