ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২০, মার্চ ২৮, ২০১৮
বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ: বাড়ি থেকে ডেকে নিয়ে মানিকগঞ্জ শহরের পৌলী এলাকায় রাকিব হোসেন (১৭) নামে দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে পৌলী স্কুল মাঠের পাশে রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তার বন্ধু স্থানীয় কান্দা গ্রামের মোন্নাফ মোল্লার ছেলে মিঠু ও তার কয়েকজন সহযোগী এমন অভিযোগ রাকিবের পরিবার ও এলাকাবাসীর। এসময় এলাকাবাসী রাকিবকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

পরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাকিব পুরাণ পৌলী গ্রামের খলিলুর রহমানের ছেলে। সে মানিকগঞ্জ ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

মানিকগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার আতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, রাকিবের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। তবে রাকিবের বন্ধুরাই যে তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা বোঝা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।