আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরে আশুলিয়ার ডিইপিজেড ও সাভার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৬টায় এ অগ্নিকাণ্ড হয়।
ফায়ার সার্ভিস জানায়, ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড কারখানার চানাচুর ও কেক তৈরির ৩তলা কারখানায় হঠাৎ আগুন লাগে।
পরে খবর পেয়ে সাভার ও আশুলিয়া ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সিনিয়র কমান্ডার আনোয়ারুল হক বাংলানিউজকে বলেন, কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হয়েছে তাও নির্ণয় করা হবে।
বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।