ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

পাবনায় ৫ বছরের শিশুকে পিটিয়ে হত্যা!

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪০, মার্চ ২৭, ২০১৮
পাবনায় ৫ বছরের শিশুকে পিটিয়ে হত্যা!

পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলায় ক্ষেতের পিঁয়াজ তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে সাধনা (৫) নামে এক শিশুকে তার বাবার সামনেই পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। 

মঙ্গলবার (২৭ মার্চ) পাবনার সাঁথিয়ার ঘুঘুদহ মাঠে এ ঘটনা ঘটে। সাধনা উপজেলার ঘূঘূদহ গ্রামের রতন ফকিরের মেয়ে।

সাঁথিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশিষ-বিন-হাসান বাংলানিউজকে জানান, বিকেলে সাধনার বাবা রতন ফকির বাড়ির পাশের জমিতে পিঁয়াজ তুলতে যায়। এ সময় একই গ্রামের ইমান ও তার ছেলেরা পিঁয়াজের ক্ষেতে গিয়ে রতনের সঙ্গে হাতাহাতি শুরু করে। পরে রতন চিৎকার দিলে বাড়ির লোকজন এগিয়ে গেলে তাদেরকেও ধাওয়া করা হয়। এ সময় রতনের ছোট্ট মেয়ে সাধনা ভয় পেয়ে বাবা রতনের কাছে আশ্রয় নিলে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যায় সাধনা! 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বাংলানিউজকে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।