ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

নাটোরে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, মার্চ ২৭, ২০১৮
নাটোরে যুবককে কুপিয়ে হত্যা

নাটোর: নাটোরের কানাইখালী এলাকায় সাইফুল ইসলাম রিপন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সাইফুল শহরের কানাইখালী এলাকার আবু সাঈদ শেখের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বাংলানিউজকে জানান, রিপন রাতে মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে কি কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ হামলার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে থানায় এখনও কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা; মার্চ ২৮, ২০১৮
এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।