এর আগে, মঙ্গলবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবী এলাকার একটি বাড়িতে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাড়ির মালিকসহ পাঁচজন দগ্ধ হয়। পরে তাদের সবাইকে উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন- বাড়ির মালিক ইয়াকুব আলী (৭০), তার স্ত্রী হাসিন আরা খানম (৬০), ভাড়াটিয়া ইয়াসমিন (৩৫), তার মেয়ে রুহি (৩) ও বাসার কেয়ার টেকার হাসান (৩০)। এদের মধ্যে শিশু রুহির মৃত্যু হয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে রুহির শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। রাত ১টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
** রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এজেডএস/এইচএমএস