ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাঘাটায় ডেপুটি স্পিকারের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, মার্চ ২৭, ২০১৮
সাঘাটায় ডেপুটি স্পিকারের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ফ্রি চিকিৎসা ক্যাম্প

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় দরিদ্র ও গরীব রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ মার্চ) সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়ায় মিয়া বাড়ির দাতব্য চিকিৎসালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

ঢাকা, বগুড়া ও রংপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিশেষজ্ঞ ১১জন চিকিৎসক এ সেবা দেন।


 
ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ১০টা থেকে রোগী দেখা শুরু হয়। গাইবান্ধা সদরসহ সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়ন থেকে আসা প্রায় কয়েক হাজার রোগী এ চিকিৎসা সেবা নেন। এদের মধ্যে নাক, কান, গলা, চোখ ও নারীদের বিভিন্ন ধরনের রোগের সংখ্যা বেশি।

চিকিৎসা সেবা পেয়ে খুশি সাধারণ রোগীরা। এসময় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেন, যতদিন বেঁচে আছি ততদিন গরীব, অসহায় ও দুস্থ মানুষের জন্য চিকিৎসা সেবা চালু থাকবে। আমার বাড়িতে স্থাপিত ‘মিয়া বাড়ি দাতব্য’ চিকিৎসালয়ে সপ্তাহে ৫ দিন চিকিৎসা সেবা দেওয়া হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল (নিন্স) ঢাকা এর পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ বলেন, এখানে রোগীদের দেখে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। যেসব রোগীর অবস্থা বেশি খারাপ তাদের গাইবান্ধা, বগুড়া ও রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হচ্ছে।

এর আগে ক্যাম্পে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল (নিন্স) ঢাকা এর পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ।

আরো উপস্থিত ছিলেন-যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম, বগুড়া মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জাকির হোসেন, সাবেক অধ্যাপক ডা. আব্দুল হাই, সিএমএইচ ঢাকা বিভাগীয় প্রধান মেডিসিন ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ কর্নেল ডা. হুমায়ন কবীর, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. ছাইদুর রহমান, বার্ডেম হাসপাতাল ঢাকা ডায়াবেটিক ও হরমোন বিশেষজ্ঞ ডা. একেএম কামরুল হুদা বাপ্পি, শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ ঢাকা সহকারী অধ্যাপক (গাইনি বিভাগ) গাইনি ও মহিলা রোগ বিশেষজ্ঞ ডা. মোছা. আশা মনি আশা, রংপুর মেডিকেল কলেজের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মোছা. নাজনীন সুলতানা, হারজোর ও বাদ ব্যথা বিশেষজ্ঞ ডা. ইউনুস আলী, চক্ষু বিভাগ মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়ার চক্ষু বিশেষজ্ঞ ডা. ইব্রাহিম খলিলুল্লাহ, ফিজিওথেরাপি ঢাকার ডা. শাহাদত হোসেন, ঢাকা শ্যামলী ন্যাশনাল কিডনি ইনস্টিটিউটের ডা. নাছির উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।