ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নাটোরে শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন ও সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, মার্চ ২৭, ২০১৮
নাটোরে শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন ও সংবর্ধনা নাটোরে শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন ও সংবর্ধনা

নাটোর: সহপাঠ্য কার্যক্রমের অংশ হিসেবে নাটোরে শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে নাটোরর রাজবাড়ীর মুক্তমঞ্চে এনএস সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বিভিন্ন শিক্ষাবর্ষের পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ২৪ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন প্রাক্তন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলক মৈত্র, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ মন্ডল, শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।