ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুড়িগ্রামে বিশ্ব পানি দিবসে র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২০, মার্চ ২৭, ২০১৮
কুড়িগ্রামে বিশ্ব পানি দিবসে র‌্যালি বিশ্ব পানি দিবসে র‌্যালি-ছবি-বাংলানিউজ

কুড়িগ্রাম: ‘পানির জন্য প্রকৃতি’ এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৭ মার্চ) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।  

কুড়িগ্রাম জেলা কালেক্টরেট চত্বর থেকে সকালে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।

 

পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইমদাদুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ ও টিআইবি’র এরিয়া ম্যানেজার সৌমেন দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এফইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।