ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে গণহিস্টিরিয়ায় ২০ ছাত্রী অসুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৪, মার্চ ২৭, ২০১৮
মেহেরপুরে গণহিস্টিরিয়ায় ২০ ছাত্রী অসুস্থ

মেহেরপুর: গণহিস্টিরিয়া (মাসহিস্টিরিয়া) রোগে আক্রান্ত হয়ে মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত ২০ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে ক্লাস চলাকালে প্রথমে নবম শ্রেণির ছাত্রী বৈশাখী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে একই ক্লাসের ১০/১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

এরপর খবরটি ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের সপ্তম, অষ্টম ও ১০ম শ্রেণির আরো কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনার পর বিদ্যালয় তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অলক কুমার বাংলানিউজকে জানান, এটি একটি মনোরোগ। ভয়ের কিছু নেই। অসুস্থদের চিকিৎসা দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।