ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

করিমগঞ্জে ট্রলার ডুবি, নিখোঁজ নাট্যকর্মীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৯, মার্চ ২৭, ২০১৮
করিমগঞ্জে ট্রলার ডুবি, নিখোঁজ নাট্যকর্মীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ট্রলার ডুবির ঘটনায় শংকর চন্দ্র রায় (৪৫) নামে এক নাট্যকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তুহিন (১২) নামে এক কিশোর এখনো নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার চামড়া বন্দরের নাগচিন্নী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শংকর চন্দ্র রায় কিশোরগঞ্জ সদর উপজেলার গাগলাইল এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সোমবার (২৬ মার্চ) দিনগত রাত ১টার দিকে ইটনা উপজেলার পাঁচ কাহনিয়া গ্রামে নাট্যানুষ্ঠান শেষে নাট্য কর্মীদের নিয়ে ট্রলার করে বাড়ি ফিরছিলেন শংকর চন্দ্র রায়। পথে নাগচিন্নী নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে অন্যযাত্রীরা তীরে উঠতে পারলেও শংকর ও তুহিন নিখোঁজ হন। পরে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা জাল ফেলে শংকরের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় তুহিন নামে এক কিশোর এখনো নিখোঁজ রয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।