ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

৩ শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে নওগাঁয় বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৩, মার্চ ২৭, ২০১৮
৩ শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে নওগাঁয় বাস চলাচল বন্ধ ধর্মঘট

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে বাসের ধাক্কায় শিশু আহতের ঘটনায় চালকসহ তিন শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে নওগাঁর সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা।

মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে এ ধর্মঘট শুরু করেন তারা।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোমবার বিকেলে উপজেলার ফতেপুরে একটি বাসের ধাক্কায় হ্যাপি (০৫) নামে স্থানীয় এক শিশু আহত হয়।

এসময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা বাস চালক ও হেলপারদের আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ চালক মকলেসুর রহমান ও দুই হেলপারকে আটক করে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে ধামইরহাট থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রায়হান বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এরপরই ওই তিনজনের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।