মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে এ ধর্মঘট শুরু করেন তারা।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোমবার বিকেলে উপজেলার ফতেপুরে একটি বাসের ধাক্কায় হ্যাপি (০৫) নামে স্থানীয় এক শিশু আহত হয়।
এ ঘটনায় মঙ্গলবার সকালে ধামইরহাট থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রায়হান বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এরপরই ওই তিনজনের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
টিএ