তাদের একটাই দাবি এই সিলেটে ছিনতাইকারীর আস্তানা আছে। এ জন্য তারা সিলেটের সর্বস্তরের নাগরিকদের এক হওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার (২৭ মার্চ) দুপুর ২টায় মিছিলসহ স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের আসে শিক্ষার্থীরা। এসময় তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জেলা প্রশাসন। পরে জেলা প্রশাসকের হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।
এসময় জেলা প্রশাসক নিমেরী জামান শিক্ষার্থীদের আশ্বস্ত করে করে বলেন, এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আঘাতে নিহত মাহিদ আল সালামের মরদেহ বিকেল ৪টার দিকে শাবি ক্যাম্পাসে নিয়ে যাওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ দাফনের জন্য নেওয়া হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২৫ মার্চ রাতে ঢাকা রওয়ানা হওয়ার পথে নগরী সংলগ্ন দক্ষিণ সুরমায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন মাহিদ আল সালাম। তিনি নগরের মদিনা মার্কেট এলাকার প্রয়াত অ্যাডভোকেট আব্দুস সালামের ছেলে ও শাবিপ্রবির অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এনইউ/জিপি