ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

ঈশ্বরদীতে যুবকের মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৫, মার্চ ২৭, ২০১৮
ঈশ্বরদীতে যুবকের মরদেহ উদ্ধার

পাবনা: পাবনার ঈশ্বরদীতে শফিকুল ইসলাম (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া চৌধুরীপাড়া রাস্তার পাশের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শফিকুল উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের আসাদুল প্রামাণিকের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বাংলানিউজকে বলেন, সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে খবর দেয়। পরে ইউপি চেয়ারম্যানের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ পাবনা পাঠানো হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।