ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে শিশুদের সাঁতার প্রশিক্ষণ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০২, মার্চ ২৭, ২০১৮
বরিশালে শিশুদের সাঁতার প্রশিক্ষণ  সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনকালে অতিথিরা/ ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘সাঁতার জানি নিরাপদ থাকি’ এ স্লোগানে বরিশাল নগরে ৪ থেকে ১২ বছর বয়সী শিশুদের সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) সকালে বরিশাল নগরের ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আহসান হাবিব কামাল, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান, জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ, ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী সুর্য্যানী সমাদ্দার, বিসিসির ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান, মানবাধিকার জোট বরিশালের সভাপতি সৈয়দ মো. হাবিবুর রহমান প্রমুখ।

আয়োজকরা জানান, শিশুবান্ধব বরিশাল নগরে বিসিসি-ইউনিসেফ এর উদ্যোগে বরিশাল নগরের ৪ থেকে ১২ বছর বয়সী শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেওয়া হবে। এতে সুবিধাবঞ্চিত শিশুরা অগ্রধিকার পাবে। সেভ দ্য কোস্ট্যাল পিপল (স্কোপ) এর সহযোগিতায় বিনামূল্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।  

প্রতি সপ্তাহে ৫ দিন সকালে ও বিকেলে ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে মেয়েদের ২টি ও ডিসি লেকে ছেলেদের ২টি ব্যাচে সাঁতার প্রশিক্ষন দেওয়া হবে। প্রতি ব্যাচে ১৫ জন করে সাঁতার প্রশিক্ষনে অংশ নিতে পারবে। আগামী ৬ মাসে প্রায় ১ হাজার ৮ শত শিশুকে এর আওতায় আনা হবে বলেও জানান আয়োজকরা।

বাংলা‌দেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।