ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

মৌলভীবাজারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৮, মার্চ ২৭, ২০১৮
মৌলভীবাজারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

মৌলভীবাজার: মৌলভীবাজারে ব্লুমিং রোজেস অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৌমিত্র দেব’র ‘ছোটদের বঙ্গবন্ধু’ বই বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ১১টায় শহরের জুগিডর এলাকায় বিদ্যালয়ের ক্যাম্পাসে শিশুদের হাতে এ বই তুলে দেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন এমপি।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লেখক সৌমিত্র দেব, আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক তরফদার সোয়েব, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, ব্লুমিং রোজেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডিডি রায় বাবলু, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মুছব্বির প্রমুখ।

অনুষ্ঠানে শিশুদের কল্যাণে বিদ্যালয় কর্তৃপক্ষকে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা দেন সৈয়দা সায়রা মহসীন, আব্দুল মালিক ও আব্দুল মুছব্বির।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।