ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৪, মার্চ ২৭, ২০১৮
বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বড় ভাই শহিদুল ইসলামকে কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাই শফিউল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শফিউল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা গ্রামের হাদিসুল ইসলামের ছেলে।

সরকার পক্ষের কৌশুলি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আঞ্জুমান আরা মামলার বরাত দিয়ে জানান, ২০১৬ সালের ২৬ মে সকালে সেনা সদস্য শহিদুলকে পারিবারিক বিরোধের জের ধরে বাড়ির ছাদে কুপিয়ে হত্যা করে ছোট ভাই শফিউল। পরে বাড়ি সংলগ্ন একটি গাছ বেয়ে পালিয়ে যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

হত্যার ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন জান্নাত বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। শহীদুল সেনাবাহিনীর কর্পোরাল পদে বগুড়ায় কর্মরত ছিলেন। দুই মাসের ছুটিতে তিনি বাড়ি আসেন।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।