মঙ্গলবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। গুলিবিদ্ধ আলিমুদ্দিন একই উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের আমির উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় টহলরত বিজিবি সদস্যরা আলিমুদ্দিনকে থামতে বললে সে বিজিবির এক সদস্যকে ধাক্কা দিয়ে দৌড়ে ফের ভারতের সীমান্তে প্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে সে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আটক করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। এসময় তার কাছ থেকে প্রায় সাড়ে ১০ লাখ টাকা জব্দ করা হয়।
বিজিবির ভোমরা ক্যাম্প কমান্ডার শফিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরএ