সোমবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন হাওলাদার ঢাকার কেরানীগঞ্জের তেগুড়া এলাকার মৃত মালেক হাওলাদারের ছেলে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর অহিদুজ্জামান বাংলানিউজকে বলেন, নাওজোর এলাকায় ছালছাবিল পরিবহনের বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড় করিয়ে পরিষ্কার করছিলো চালক লিটন। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিটন মারা যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার ওই ট্রাকটি আটক করা গেলেও চালককে পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরএস/জিপি