সোমবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত আজিজকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দু’জনে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি গাড়ি দু’জনকে চাপা দিয়ে পালিয়ে যায়। তৎক্ষণাৎ দু’জনকেই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এমএস/এইচএ/