সোমবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের বাগদাফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রফিকুল উপজেলার শিবপুর ইউনিয়নের সদ্দার হাট গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
ঘটনাস্থল পরিদর্শন করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) শফিক বাংলানিউজকে জানান, দিনাজপুর থেকে আসা এসআর পরিবহনের ওই বাস বাগদাফার্ম এলাকায় পৌঁছালে ইটভাঙা মেশিনের ট্রলিটির সঙ্গে সংর্ঘষ হয়। এতে ট্রলিতে থাকা রফিকুল ইসলামসহ পাঁচজন আহত হন।
গুরুতর আহত রফিকুলকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এইচএ/