ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, মার্চ ২৬, ২০১৮
বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় স্বাধীনতা দিবস উপলক্ষে কেক কাটেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ছিলেন রাষ্ট্রপতির পত্নী রাশিদা খানম ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। ছবি: পিআইডি

ঢাকা: যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম।

এ উপলক্ষে সোমবার (২৬ মার্চ) বিকেলে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও  অনুষ্ঠানে অংশ নেন।

 

এতে যোগ দেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা। এছাড়াও অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্টদূত ও হাইকমিশনার, প্রতিমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র আইনজীবী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতা, সম্পাদক, সাংবাদিক নেতা, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, শিল্পী ও বিশিষ্ট নাগরিকরা অংশ দেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে একটি কেক কাটেন। তারা অনুষ্ঠানে অংশ নেওয়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন।

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কুশলাদি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং তাদের কল্যাণে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।  

সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশিষ্ট সংঙ্গীত শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।