সোমবার (২৬ মার্চ) উপজেলা বণিক সমিতির কার্যালয়ে ব্যবসায়ীদের হাতে এ পতাকা তুলে দেওয়া হয়। উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজার রহমানের উদ্যোগে উলিপুর বণিক সমিতির সহযোগিতায় এ পতাকা দেওয়া হয়।
এসময় উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজার রহমান, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম দুলু, সদস্য রফিকুল ইসলাম রফিক, উৎপল কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এ জাতীয় পতাকার জন্য ৩০ লাখ বাঙালি তাদের জীবন উৎসর্গ করেছেন। কিন্তু স্বাধীনতার ৪৭ বছরেও অনেক ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। যাতে জাতীয় পতাকার অবমূল্যায়ন না হওয়া এবং মানুষের কাছে জাতীয় পতাকার গুরুত্ব তুলে ধরার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এফইএস/ওএইচ