ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, মার্চ ২৬, ২০১৮
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা

কুড়িগ্রাম: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ২০ জন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। 

সোমবার (২৬ মার্চ) দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ও দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোছা. সুলতানা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. জাফর আলী, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, পৌর মেয়র আব্দুল জলিল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হাসান লোবান প্রমুখ।

পরে কুড়িগ্রাম সার্কিট হাউসে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সম্মানে প্রিতিভোজের আয়োজন করে কুড়িগ্রাম জেলা প্রশাসন। এখানে শতাধিক মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এফইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।