সোমবার (২৬ মার্চ) দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ও দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোছা. সুলতানা পারভীন।
এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. জাফর আলী, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, পৌর মেয়র আব্দুল জলিল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হাসান লোবান প্রমুখ।
পরে কুড়িগ্রাম সার্কিট হাউসে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সম্মানে প্রিতিভোজের আয়োজন করে কুড়িগ্রাম জেলা প্রশাসন। এখানে শতাধিক মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এফইএস/জিপি