সোমবার (২৬ মার্চ) বিকেলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
মাহমুদুল হাসান জানান, প্রায় ৯ মাস আগে জেলার মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা গ্রামের সামছুল হকের মেয়ে অজুফাকে পারিবারিকভাবে বিয়ে করেন একই ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের রিকশাচালক আরিফ মিয়া।
রোববার (২৫ মার্চ) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অজুফাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় আরিফ। পরে তার মরদেহ উদ্ধার করে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরিফকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এমএএএম/ওএইচ/