ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে আইএস সন্দেহে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, মার্চ ২৬, ২০১৮
নারায়ণগঞ্জে আইএস সন্দেহে যুবক আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে মঈন আজিজ (৪৭) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

এসময় তার কাছ থেকে একটি সচল ওয়াকিটকি হ্যান্ডসেট, ৮৫টি সীম, ৪৪টি মোবাইল ফোন, ৬টি রাউটার, ৩টি কম্পিউটারের হার্ডডিস্ক, ১৩টি মেমোরি কার্ডসহ একাধিক নামে ফেসবুক আইডি জব্দ করা হয়েছ।

শুক্রবার (১৬ মার্চ) বিকেল ৪টায় ফতুল্লার ৭৮/৩ নিউ চাষাঢ়া জামতলার নিজ বাসা থেকে মঈন আজিজকে আটক করা হলেও রোববার (২৫ মার্চ) দিবাগত রাতে তাকে ফতুল্লা মডেল থানায় হাজির করে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।

 

মঈন আজিজ ওই বাড়ির মৃত. আব্দুল আজিজের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, ১৬ মার্চ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জামতলা এলাকায় অভিযান চালিয়ে মঈন আজিজকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ওয়াকিটকিসহ ইন্টারনেট ও ইলেক্ট্রনিক্স ডিভাইজ ব্যবহারের বিপুল পরিমাণের যন্ত্রাংশ পাওয়া যায়।  

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ফেক আইডি খুলে সরকার বিরোধী ও পুলিশ বিরোধী উস্কানিমূলক স্ট্যাটাস দিয়েছে। তাছাড়া ফেসবুকে সেনাবাহিনীর পোষাক পড়ে মুখে ও মাথায় কাপড় বেঁধে হাতে ওয়াকিটকি নিয়ে ছবি তুলে পোস্ট করেছে মঈন আজিজ। এছাড়া মঈন আজিজ নিজেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বোঝাতে পাঞ্জাবী পড়ে মুখে কাপড় বেঁধে হাতে ধারালো ছুরি মুখের কাছে নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে।

সোমবার (২৬ মার্চ) এ বিষয়ে মামলার বাদী এসআই মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, ডিবির পরিদর্শক রাশেদ মোবারকের নেতৃত্বে অভিযান চালিয়ে মঈন আজিজকে আটক করা হয়। এরপর ৯দিন আটক রেখে মঈন আজিজের বিষয় গুরুত্বসহকারে খোঁজখবর নেওয়া হয়। পরে ঊধ্বর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।