নেপালে ইউএস-বাংলার প্লেন দুর্ঘটনায় আহত শাহিন ব্যাপারীর মৃত্যু খবর শুনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউ’র সামনে চিৎকার করে কাঁদতে কাঁদতে কথাগুলি বলছিলেন তার স্ত্রী রিমা আক্তার।
প্লেন দুর্ঘটনায় আহতদের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. সামন্ত লাল সেন বিকেল পৌনে ৫টার দিকে শাহিন ব্যাপারীকে মৃত ঘোষণা করলে পুরো হাসপাতালে শোকের আবহ তৈরি হয়।
শাহিনের স্ত্রী রিমা বলেন, গতকাল অস্ত্রোপচার কক্ষে নেওয়ার আগে তাকে আমি বলি, তুমি ভয় পেও না, ভালো হয়ে যাবে। জবাবে শাহিন বলে, আমি ভয় পাই না, আমি ভালো হয়ে যাবো। তোমরা আমার জন্য চিন্তা কোরো না।
‘আমাদের একমাত্র মেয়ে সূচনা খুব চাপা স্বভাবের। ও এখন কাকে বাবা বলে ডাকবে। গতকাল অস্ত্রোপচারের পর থেকে তার কোনো সাড়া-শব্দ ছিল না। চিকিৎসকদের অনেকবার বলেছি। তারা জানান, আস্তে আস্তে শাহিনের জ্ঞান ফিরবে। ভাইগো জ্ঞান ফিরলো তার ঠিকই, কিন্তু ওপারের জন্য। সব শেষ হয়ে গেলো। ’
মৃত্যু সংবাদ পেয়ে ঢামেকে ছুটে আসেন শাহিনের ছোট ভাই চঞ্চল ব্যাপারী। তিনি ক্ষোভ নিয়ে বলেন, নেপাল থেকে বার্ন ইউনিটে আসার পর ভাই ভালো ছিলেন। গ্রামের অনেকে বার্ন ইউনিটে এসে তার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। ভাই সবার কাছে দোয়াও চেয়েছিলেন।
তিনি বলেন, চিকিৎসকরা যদি আগে বলতেন শাহিনের অবস্থা খারাপ, তাহলে আমরা বাইরে নিয়ে যেতাম।
নিহত শাহিনের পরিবারে একটি সূত্র জানায়, শাহিনের দাফন করা হতে পারে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এজেডএস/এএ