ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

বেলকুচিতে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, মার্চ ২৬, ২০১৮
বেলকুচিতে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে ভাতিজার লাঠির আঘাতে চাচা আব্দুর রাজ্জাকের (৩২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার চন্দনগাঁতী কালিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

গুরুতর আহত আব্দুর রাজ্জাকের স্ত্রী আলেয়া খাতুনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, আব্দুর রাজ্জাক ও লালচাঁন আপন দুই ভাই। তাদের মাঝে মধ্যে ঝগড়া-বিবাদ হতো। দুপুরে দু’ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে লাল চাঁনের ছেলে হামিদুল ইসলাম লোকজন নিয়ে আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা চালায় ও পরিবারের লোকজনকে মারধর করে। এ সময় তারাও পাল্টা হামলা চালালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির অাঘাতে আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই নিহত ও তার স্ত্রীসহ আরো পাঁচজন আহত হন।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় অভিযুক্ত হামিদুল ইসলাম ও তারা বাবা আব্দুল মমিন ওরফে লাল চাঁনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার (২৭ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।