সোমবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার চন্দনগাঁতী কালিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, আব্দুর রাজ্জাক ও লালচাঁন আপন দুই ভাই। তাদের মাঝে মধ্যে ঝগড়া-বিবাদ হতো। দুপুরে দু’ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে লাল চাঁনের ছেলে হামিদুল ইসলাম লোকজন নিয়ে আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা চালায় ও পরিবারের লোকজনকে মারধর করে। এ সময় তারাও পাল্টা হামলা চালালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির অাঘাতে আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই নিহত ও তার স্ত্রীসহ আরো পাঁচজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় অভিযুক্ত হামিদুল ইসলাম ও তারা বাবা আব্দুল মমিন ওরফে লাল চাঁনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার (২৭ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনটি