সোমবার (২৬ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার নাগোরকান্দি গ্রামের বাসিন্দা রনি কুমার (১৯), সৌরভ কুমার (১৮) ও ওই উপজেলার চরকানাই গ্রামের বাসিন্দা ফজলার রহমান (৫৮)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আবাদপুকুর-একডালা রাস্তার কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ রনি ও সৌরভকে আটক করা হয়।
অন্যদিকে, উপজেলার মিরাট এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ ফজলারকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনটি