গত ১৬ মার্চ রাতে রোকসানাকে খুঁজে পাওয়ার পর তাকে বাড্ডা থানা পুলিশের কাছে সোপর্দ করেন লিটন নামের এক ব্যক্তি। তার গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৩ ফুট।
টার্নিং পয়েন্ট ফাউন্ডেশন ও সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্সের (এসডিএসএল) সদস্যরা রোকসানার সঙ্গে ইশারায় আলাপচারিতা চালানোর সময় জানতে পারেন, তার চার বোন ও একভাই। ভাইয়ের নাম মামুন। তবে নিজ বাড়ির ঠিকানা বোঝাতে ব্যর্থ হয় সে।
তবে সে জানায়, খুব সুন্দর মাটির ঘরে থাকে রোকসানা। সেখানে আরও কয়েকটি ঘর আছে। ধারণা করা হচ্ছে, তার বাড়ি গাজীপুরের কোনো এলাকায় হতে পারে।
এ ব্যাপারে বাড্ডা থানায় একটি জিডি করা হয়েছে (জিডি নং-৯৫৬, তারিখ-১৬/০৩/২০১৮)।
বর্তমানে রোকসানা তেজগাঁও থানা সংলগ্ন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।
বাংলানিউজের পক্ষ থেকে রোকসানার প্রকৃত অভিভাবককে ভিকটিম সাপোর্ট সেন্টার অথবা টার্নিং পয়েন্ট ফাউন্ডেশনে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগ:
ডিউটি অফিসার, ভিকটিম সাপোর্ট সেন্টার (তেজগাঁও থানা সংলগ্ন), মোবাইল- ০১৭৪৫৭৭৪৪৮৭, ল্যান্ড ফোন- ০২৯১১০৮৮৫
টার্নিং পয়েন্ট ফাউন্ডেশন, ১৭/বি মনিপুরীপাড়া, সংসদ অ্যাভিন্যু, তেজগাগাঁও, ঢাকা। মোবাইল- ০১৫৫৩-৬০৭০৬৯, ০১৭৮৬১০০৯০০, ল্যান্ড ফোন- ০২-৮১৪৫১৫১
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনএইচটি