জীবন বাজী রেখে দেশের স্বাধীনতা আনলেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণপত্র না পাওয়ায় সোমবার (২৬ মার্চ) মনের দুঃখে সারাদিন বাড়িতেই কাটিয়েছেন তিনি। অথচ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদানের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে আড়াই শতাধিক ব্যক্তিকে আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে।
তিনি শুধু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাই নন, তিনি যুদ্ধাকালীন সময়ে হাই কোম্পারি নামে মুক্তিযোদ্ধা কোম্পারি কমান্ডার ছিলেন। শুধু তাই নয়, তারই নেতৃত্বে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বিকেল ৪টার দিকে বিজয়ীর বেশে ৩৩৫ জন মুক্তিযোদ্ধা কুড়িগ্রামের স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে সবাইকে জানিয়েছিলেন বিজয়ের বার্তা।
বীরপ্রতীক আব্দুল হাই সরকার বাংলানিউজকে বলেন, যেহেতু অনুষ্ঠানস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে- সেহেতু আমন্ত্রণপত্র না থাকায় ইচ্ছে থাকা সত্বেও স্টেডিয়ামে আয়োজিত সমবেত জাতীয় সংগীত পরিবেশন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং সার্কিট হাউসে আয়োজিত স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনাসহ অন্যান্য অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল বাতেন বাংলানিউজকে বলেন, বীরপ্রতীক আব্দুল হাই সরকার আমন্ত্রণপত্র পাননি জানার পর মোবাইল ফোনে তাকে সার্কিট হাউসের সংবর্ধনা অনুষ্ঠানে আসতে অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তিনি আসেননি।
কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ বাংলানিউজকে বলেন, সার্কিট হাউসের সংবর্ধনা অনুষ্ঠানে সাড়ে ৩শ জনের মতো মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারসহ প্রায় ৫শ জন যোগ দিয়েছিলেন। সেখানে বীরপ্রতীক আব্দুল হাই সরকারকে দেখিনি।
কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ও জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুলতানা পারভীন বাংলানিউজকে বলেন, ‘আমি এ জেলায় সদ্য যোগদান করেছি। জেলার উন্নয়নে অনেক ভালো কাজ করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মাননা দেওয়ার চেষ্টা করেছি। তবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদানের জন্য বিধি এবং রীতি অনুযায়ী সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ অবস্থায় বীরপ্রতীক আব্দুল হাই সরকার কেনো আমন্ত্রণপত্র পাননি তা খতিয়ে দেখা হবে। ‘
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এফইএস/জিপি