ঝালকাঠি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সঠিকভাবে পতাকা উত্তোলন না করায় ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ মার্চ) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বাংলানিউজকে বলেন, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা যে নিয়মে উত্তোলন করার কথা ছিলো তা তারা করেনি।
এজন্য পাঁচ হাজার টাকা জরিমানা করে শাখা কর্মকর্তাকে সতর্ক করে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এমএস/এনটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।