সোমবার (২৬ মার্চ) বিকেলের দিকে শেওড়া ফুটওভার ব্রিজের নিচে সায়দাবাদ-গাজীপুর চলাচলকারী ‘বলাকা সার্ভিস’ নামে একটি বাস মোটসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
সারোয়ার নামে খিলক্ষেত থানার এক পুলিশ সদস্য বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই তরুণী মারা যান এবং গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।
জানা যায়, নিহত লিপির বাবা একজন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার। নিকুঞ্জ এলাকায় তাদের বাসা। মোটরসাইকেলে করে মামা সঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলেও জানান ওই পুলিশ সদস্য।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এমসি/জিপি