ছাত্রলীগ নেতা রশিদ শাবি গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সিলেটের গোলাপগঞ্জ কানিশাইল গ্রামের আবছর আলীর ছেলে।
আটকদের মধ্যে অন্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ও ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক আজমল হোসেন (২৪), সিলেটের ওসমানীনগরের থানাগাঁওয়ের সৈয়দ মইনুর রহমানের ছেলে সৈয়দ নাইমুর রহমান (৩৪) ও হবিগঞ্জের মাধরপুর দেওনদি ওলিপুর গ্রামের শেখ মোহাম্মদ বাবলার ছেলে শেখ মোহাম্মদ সুলতান মির্জা (২৭)।
র্যাব জানায়, রোববার (২৫ মার্চ) রাত ১২ টার দিকে নগরের সুবিধবাজার এক্সেল টাওয়ার থেকে অভিযান চালিয়ে চতুর্থ ও পঞ্চম তলা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ রাউন্ড কার্তুজসহ দু’টি শর্টগান, ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে।
তবে তাৎক্ষণিক তা গোপন রাখলেও সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে র্যাব। র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এরআগে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ছুরিকাঘাতে আহত হন শাবিপ্রব ‘র বন ও পরিবেশ বিভাগের মাস্টার্সের ছাত্র ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন নাঈম। এরপর থেকেই পলাতক ছিলেন আব্দর রশিদ রাসেল।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনইউ/ওএইচ/