স্বাধীনতা দিবসের ছুটি উদযাপনে রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র চিড়িয়াখানায় পশু-পাখি দেখতে বেড়িয়েছেন সব বয়সী মানুষ। নানা প্রজাতির পশু-পাখি দেখতে তারা ঘুরছেন এক খাঁচা থেকে অন্য খাঁচায়।
সোমবার (২৬ মার্চ) রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় স্বাধীনতা দিবসের ছুটিতে সকাল থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে।
জাতীয় উৎসব বা যেকোনো ছুটির দিনে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের প্রথম পছন্দ জাতীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। তাই কোনো ছুটিছাটা আসলে চিড়িয়াখানার প্রবেশদ্বারে অন্যান্য দিনের তুলনায় ভিড় দেখা যায় অনেক বেশি।
স্বাধীনতা দিবস উদযাপনের জন্য তীব্র রোদ ও গরম উপেক্ষা করে চিড়িয়াখানায় এসেছে নগরবাসী। নানা প্রজাতির পশু-পাখি দেখার যে আনন্দ পরিবারের সদস্যরা মিলে উপভোগ করছেন।
গেটের সম্মুখে হরিণের পাল দেখে ছবি তোলার হিড়িক পড়ে যায়। বানরের খাঁচা ঘিরে জটলা পাকাচ্ছে দর্শনার্থীরা। পাখির খাঁচার সামনে শিশুদের আনন্দ। আর একটু পথ হাঁটলে প্রধান আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার ও সিংহ।
বাঘ-সিংহ দেখে উচ্ছ্বাসে বাবা-মার হাত ধরে টেনে খাঁচার কাছে নিয়ে যায় শিশুরা। এছাড়া ঘুরে ঘুরে দেখছে নানা প্রজাতির সাপ, উটপাখি, সজারু, কুকুর, কুমির, হাতি, সাদা ভালুক, গিনিপিগসহ অনেক প্রাণী।
বাবা মায়ের হাত ধরে চিড়িয়াখানায় এসেছে ৭ বছর বয়সী জুনাইদ। চিড়িয়াখানায় ঢুকেই এদিক-ওদিক ছোটাছুটি। নানা প্রজাতির পশু-পাখি দেখে আনন্দে আত্মহারা।
জুনাইদ বাংলানিউজকে জানায়, বাঘ-ভালুক দেখছি। বানরকে বাদাম খাইয়েছি। খুব ভালো লাগেছে।
রুবাইতা দিশাকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে এসেছে অনিমা হাসান ও রুবায়েত হাসান দম্পতি।
অনিমা বলেন, আগেও চিড়িয়াখানায় এসেছি। ছুটির দিন বলে আজকে আবার আসলাম। রুবাইতা পশু-পাখি দেখতে অনেক পছন্দ করে। কোনো প্রাণী দেখে সে ভয় পায় না।
চিড়িয়াখানার পাশে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনেও দর্শনার্থীদের ভিড় দেখা গেলো। দম্পতি ও প্রেমিক যুগলরাই বোটানিক্যাল গার্ডেনে ঢুকছেন। ছুটির দিনটাকে উপভোগ করছেন নিরিবিলিতে বসে।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এমসি/জিপি