ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, মার্চ ২৬, ২০১৮
শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ এহসান আহমেদ রিয়াদ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এহসান আহমেদ রিয়াদ (১১) নামে এক ছাত্রকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৬ মার্চ) সকালে গোপালগঞ্জ শহরের কোর্ট মসজিদ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক মো. রিয়াজুল ইসলাম পলাতক রয়েছেন।

আহত এহসান আহমেদ রিয়াদ ওই মাদ্রাসার কেরাত বিভাগে ছাত্র এবং গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

আহত শিক্ষার্থী এহসান আহমেদ রিয়াদ বাংলানিউজকে জানায়, সকালে রিয়াদ মাদ্রাসার সিঁড়ি দিয়ে নামার সময় ধাক্কা লেগে অন্য এক ছাত্র পড়ে যায়। এতে ওই ছাত্র মাদ্রাসা শিক্ষক রিয়াজুল ইসলামের কাছে নালিশ করে। পরে রিয়াদকে রুমে ডেকে নিয়ে বেত দিয়ে প্রহার করেন শিক্ষক রিয়াজুল ইসলাম। এতে তার হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। মারধরের একপর্যায়ে রিয়াদ অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে রিয়াদের বাবা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে যায়।  

এহসান আহমেদ রিয়াদ

কোর্ট মসজিদ মাদ্রাসার মাহতামিম মাওলানা হাফিজুর রহামান বাংলানিউজকে বলেন, ওই শিক্ষার্থী একটু দুষ্টু প্রকৃতির। সে অন্য এক ছাত্রকে চেপে ধরেছিল। ওই ছাত্র অভিযোগ করলে শিক্ষক মো. রিয়াজুল ইসলাম তাকে একটু শাসন করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মৌখিক অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত শিক্ষককে পাওয়া যায় নি। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।