ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

বরগুনায় পৃথক ঘটনায় ২ জনকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, মার্চ ২৬, ২০১৮
বরগুনায় পৃথক ঘটনায় ২ জনকে কুপিয়ে জখম

বরগুনা: চাঁদা না দেয়া ও পূর্ব শত্রুতার জের ধরে বরগুনায় পৃথক ঘটনায় দুইজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৬ মার্চ) সকাল ৮টা ও বেলা ১১টার দিকে এ ঘটনা দুটি ঘটে।

অাহতরা হলেন- রেজাউল করিম (৩৫) ও আল-আমিন (৩২)।

দুই জনকেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদা না দেওয়ায় সকাল ৮টার দিকে স্বপন মীর ও জাফর মীর নামে দুই ব্যক্তি রেজাউলকে কুপিয়ে জখম করে।

অপরদিকে, পূর্ব শত্রুতার জেরে বরগুনা শহরের হাইস্কুল সড়কের বাসিন্দা আল-আমিনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।  

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান বাংলানিউজকে জানান, উভয় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।