সোমবার (২৬ মার্চ) সকাল ৮টা ও বেলা ১১টার দিকে এ ঘটনা দুটি ঘটে।
অাহতরা হলেন- রেজাউল করিম (৩৫) ও আল-আমিন (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদা না দেওয়ায় সকাল ৮টার দিকে স্বপন মীর ও জাফর মীর নামে দুই ব্যক্তি রেজাউলকে কুপিয়ে জখম করে।
অপরদিকে, পূর্ব শত্রুতার জেরে বরগুনা শহরের হাইস্কুল সড়কের বাসিন্দা আল-আমিনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান বাংলানিউজকে জানান, উভয় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনটি