ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

লাইফ সাপোর্টে শাহিন, পা কেটে ফেলার সিদ্ধান্ত কবিরের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, মার্চ ২৬, ২০১৮
লাইফ সাপোর্টে শাহিন, পা কেটে ফেলার সিদ্ধান্ত কবিরের  আহত শাহিন ও কবির হোসেন

ঢাকা: নেপালের কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় আহত শাহিন ব্যাপারীর অবস্থা সংকটাপন্ন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। দুই ঘণ্টা আগে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। লাইফ সাপোর্টও ঠিকঠাক করছে না বলে জানিয়েছেন ডাক্তার। আর রোববার (২৫ মার্চ) রাতে সিঙ্গাপুর নেওয়া কবিরের একটি পা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার ডাক্তার।

সোমবার (২৬ মার্চ) বিকেলে প্লেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় গঠন করা মেডিকেল বোর্ডের প্রধান ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, গত দুই ঘণ্টা আগে থেকে শাহিন ব্যাপারীর অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। ওইসময় তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এরপরও তার সাপোর্ট ঠিকঠাক কাজ করছে না।  

তিনি বলেন, গতকালের একটিসহ তার তিনটি অস্ত্রোপচার করা হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেফটি সেমিয়ার-এর কারণে তার ব্লিডিং হচ্ছিল। আমরা তার পরিবারকে বিষয়টি জানিয়েছি। আরও ঘণ্টাখানেক আমরা অবস্থা পর্যবেক্ষণ করবো। তারপর পরবর্তী অবস্থা জানানো হবে।

বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আহত কবির হোসেনের ডান পা কেটে ফেলেতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা দেশে থাকতেই কবির হোসেনের পা কেটে ফেলতে চেয়েছিলাম। কিন্তু সিঙ্গাপুরে নেওয়ায় সেটা আর করা হয়নি। সেখানকার ডাক্তারও তার পা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।

এসময় তার সঙ্গে ছিলেন বার্ন ইউনিটের অধ্যাপক ডা. আবুল কালামসহ অন্য চিকিৎসকরা।

আইসিইউ’র সামনে অপেক্ষারত শাহিনের স্ত্রী রিনা আক্তার জানান, গতকাল অস্ত্রোপচারের পর থেকেই তার স্বামীর কথা বন্ধ হয়ে যায়।  

গত ১২ মার্চ কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটি বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশিসহ মোট ৪৯ যাত্রী নিহত হন। যাত্রীদের মধ্যে শাহিনসহ ১০ বাংলাদেশি বেঁচে যান।

নেপালের হাসপাতালে ছয়দিন চিকিৎসার পর গত ১৮ মার্চ শাহিনকে দেশে এনে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শাহিনের প্রথম দফায় অস্ত্রোপচার হয় বুধবার (২১ মার্চ)। এরপর তার দেহে ইনফেকশন দেখা দেয়।

রোববার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত শাহিনের দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।

জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন শাহিন ব্যাপারী
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।