সোমবার (২৬ মার্চ) সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুর বাড়ির সামনের ব্রিজের নিচ (খাল) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুসরাত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাসিন্দা প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও গ্রামের ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ মার্চ) জুমার নামাজের আগে নুশরাত জাহান নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরও তার সন্ধান পায়নি পরিবার। পরদিন শনিবার সকালে তার মামা মো. জিয়া উদ্দিন রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সোমবার সকাল ১১টায় ওই খালে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ বস্তাটি উদ্ধার করে একটি শিশুর অর্ধগলিত মরদেহ পান। এসময় তার গলায় ফাঁস লাগানো ছিলো বলে জানান এলাকাবাসী। খবর পেয়ে নুশরাতের মা রেহানা বেগম ও মামা জিয়াউল হক ঘটনাস্থলে গিয়ে নুসরাতের মরদেহ শনাক্ত করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া বাংলানিউজকে জানান, একটি শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে কারা শিশুটিকে হত্যা করেছে তা নিশ্চিতভাবে এখনো বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এসআর/ওএইচ/