সোমবার (২৬ মার্চ) সকালে শার্শার কাশিপুরে তার সমাধিস্থলে ফুল দিয়ে সশস্ত্র সালাম প্রদান করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদের পরিবারের সদস্যরা, স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ব্যক্তিরা।
উপজেলা প্রশাসনের আয়োজনে শার্শা স্টেডিয়ামে বীর শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন, নিরবতা পালন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, মুক্তিযোদ্ধাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া বন্দর নগরী বেনাপোলেও বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। অনুষ্ঠানে বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) রেজাউল করিম, পৌর মেয়র আশরাফুল আলম লিটনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৮
এজেডএইচ/আরআর