ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

জার্মান গবেষণা সংস্থার প্রতিবেদন মনগড়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১০, মার্চ ২৬, ২০১৮
জার্মান গবেষণা সংস্থার প্রতিবেদন মনগড়া চেরীটেবল হেলথ কমপ্লেক্স পরিদর্শনে গওহর রিজভী

টাঙ্গাইল: প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, বাংলাদেশকে বিশ্বের পাঁচ স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় যুক্ত করে জার্মান গবেষণা সংস্থা যে প্রতিবেদন তৈরি করেছে তা মনগড়া। তারা কিসের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন করেছে তা জানা নেই। তবে যে দেশে পার্লামেন্ট আছে, স্বাধীনভাবে সবাই মত প্রকাশ করতে পারছে সেখানে স্বৈরতন্ত্র কিভাবে থাকতে পারে আমার জানা নেই।

সোমবার (২৬ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই মমিননগরে অবস্থিত ফিরদাউস নাসির চেরীটেবল হেলথ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গওহর রিজভী বলেন, ১০ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে আছে।

তাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় সময় লাগবে। আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে হলেও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। তাদের ফিরিয়ে নেওয়ার পর মিয়ানমার সরকার কি করবে সেটা তাদের ব্যাপার।

এসময় গওহর রিজভীর ছোট ভাই আলী জওহর রিজভী, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহারিয়ার সাজ্জাত, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক, গোড়াই ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আদিল খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।