ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

স্বাধীনতা দিবসে টিকিট লাগবে না মুক্তিযুদ্ধ জাদুঘরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৯, মার্চ ২৬, ২০১৮
স্বাধীনতা দিবসে টিকিট লাগবে না মুক্তিযুদ্ধ জাদুঘরে স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ জাদুঘরে দর্শনার্থীরা-ছবি-বাংলানিউজ

ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ জাদুঘরে ঘুরতে এসেছেন সাবিহা জান্নাত ও তার বন্ধুরা। তারা মোট ১৩ জন। সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাদুঘরে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ২০ টাকা। সে হিসেবে মোট ২৬০ টাকা প্রয়োজন তাদের সবার। কিন্তু এতো টাকা দেবে কে?

সবাই কমবেশি করে চাঁদা উঠিয়ে শেষ পর্যন্ত ২৫০ টাকা হাতে এলো।

১০ টাকা তখনও বাকি।

তাদের সিদ্ধান্ত হলো, ১০ টাকা কম রাখতে বলা হবে। কিন্তু কি আশ্চর্য! ১৩টি টিকেট নেওয়ার পর সাবিহা যখন মূল্য পরিশোধ করতে গেলো, তখন হাসিমুখে টিকেট বিক্রেতা জানালেন, টাকা লাগবে না! এই টিকিটগুলো আজ তোমাদের জন্য আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরের উপহার।

মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিনামূল্যে প্রবেশ উন্মুক্ত রেখেছে জাদুঘর কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের জনসংযোগ বিভাগ।

জানা গেছে, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাদুঘর সবার জন্য বিনামূল্যে খোলা রাখা হয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিশু, সাধারণ জনগণও এখান থেকে নিজেদের মুক্তিযুদ্ধের জ্ঞান আরও সমৃদ্ধ করতে পারবে। এদিন জাদুঘর বিনামূল্যে উন্মুক্ত থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

জাদুঘর ঘুরে দেখা গেছে, জাতীয় এ দিবসটিতে অনেকেই ভিড় জমিয়েছেন জাদুঘরে। তবে এদের মধ্য স্কুল-কলেজের শিক্ষার্থী আর অভিভাবকদের সঙ্গে শিশুদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

দর্শনার্থী সাবিহা জান্নাত ও তার বন্ধুরা বাংলানিউজকে জানান, বিশেষ দিবসে জাদুঘরে বিনামূল্যে প্রবেশ একটি দারুণ ব্যাপার। এর ফলে দর্শনার্থীদের আগ্রহ আরও বাড়বে। পাশাপাশি তারা মুক্তিযুদ্ধ এবং এর ইতিহাস সম্পর্কেও জানতে পারবে বিস্তারিত।

মুক্তিযুদ্ধ জাদুঘর দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন হয় ১৯৯৬ সালের ২২ শে মার্চ। মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ বস্তু আছে এই জাদুঘরে।

**মুক্তিযুদ্ধ জাদুঘর আমাদের এগিয়ে যাবার প্রেরণা

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এইচএমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।