ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

বগুড়ায় সাড়ে ১১ হাজার ইয়াবাসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৩, মার্চ ২৬, ২০১৮
বগুড়ায় সাড়ে ১১ হাজার ইয়াবাসহ আটক ৬

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ ছয় মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটকরা হলেন– বগুড়া সদর উপজেলার জামিলনগর তালতলার রাকিব হোসেন ওরফে ডাকু রাকিব, মাল গ্রামের আবু বক্কর সিদ্দিক ওরফে ভিক্ষু, আমিন সেখ, হারুন-অর-রশিদ, নাটাইপাড়ার এমরান ওরফে ওয়াফা, এরুলিয়ার জহুরুল ইসলাম।

সোমবার (২৬ মার্চ) দুপুরে জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ মার্চ) সকালে উপজেলার নন্দকুল গ্রামের জনৈক সাইদুরের বাড়িতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ ওই ছয় মাদক বিক্রেতাকে আটক করা হয়।  

আটকদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৯।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এমবিএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।