ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৫, মার্চ ২৬, ২০১৮
খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

খাগড়াছড়ি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৬ মার্চ) সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম।

এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমদ খান, জেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৭২ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে এক হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।