ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

পুরান ঢাকায় বিস্ফোরণে ২ শিশু দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০১, মার্চ ২৬, ২০১৮
পুরান ঢাকায় বিস্ফোরণে ২ শিশু দগ্ধ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ দুই শিশু। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর পুরান ঢাকায় বিস্ফোরণে দুই শিশু দগ্ধ হয়েছে। সোমবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলো- রাব্বি (৬) ও তার খালাতো ভাই সাব্বির(১০)। দগ্ধ দু’শিশুরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

দগ্ধ রাব্বি ও সাব্বির প্রতিবেশী মাহমুদ রিফাত বাংলানিউজকে জানান, পুরান ঢাকার রথখোলা মোড়ে রাস্তা সুয়ারেজ লাইন মেরামতে কাজ চলছিল। সকাল থেকে বাসার সামনে রাব্বি ও সাব্বির খেলা করছিল। খেলা করার সময় দু’জনেই বৈদ্যুতিক খুঁটির পাশে একটি ছোট গর্তে পড়ে যায়। এ সময় একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে তারা দগ্ধ হয়। রথখোলা মোডের ২৫৫/২ নম্বর বাসায় থাকে তারা। সম্পর্কে দুই খালাতো ভাই রাব্বি স্থানীয় গোয়ালঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নার্সারি ও সাব্বির তৃতীয় শ্রেণির ছাত্র।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, দু’জনেরই ডান হাত ও ডান পা পুড়ে গেছে। তারা চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।