ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে জেএমবি সদস্য গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৮, মার্চ ২৬, ২০১৮
রাজশাহীতে জেএমবি সদস্য গ্রেফতার

রাজশাহী: রাজশাহীতে বিস্ফোরক মামলার পলাতক আসামি জেএমবি সদস্য শহিদুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। 

রোববার (২৫ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শহিদুল জেলার বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজ জানান, গ্রেফতার শহিদুল জেলা পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে চারঘাট থানায় বিস্ফোরক আইনের মামলা রয়েছে।  

রোববার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।