সোমবার (২৬ মার্চ) দুপুরে বাড়ির কাছের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আবুল হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী শাহানাজ বেগমকে (৩৫) জবাই করে হত্যার অভিযোগ রয়েছে।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া বলেন, ওই মামলায় জামিন নেওয়ার পর বাড়িতেই থাকতেন আবুল। সোমবার সকালে আম গাছে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।
ওসি বলেন, আবুলের মরদেহে আঘাতের চিহ্ন মেলেনি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ ব্যাপারে এখনই নিশ্চিত হওয়া যাবে না।
মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ দুপুরেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আপাতত অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্তে অন্য কিছু পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এসএস/আরআর