ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

আমবাগানে মিললো স্ত্রী হত্যা মামলার আসামির মরদেহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৬, মার্চ ২৬, ২০১৮
আমবাগানে মিললো স্ত্রী হত্যা মামলার আসামির মরদেহ

রাজশাহী: আমবাগানের মধ্যে ঝুলন্ত অবস্থায় মিললো স্ত্রী হত্যা মামলার আসামির মরদেহ। নিহতের নাম আবুল হোসেন (৪০)। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার মাইপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

সোমবার (২৬ মার্চ) দুপুরে বাড়ির কাছের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আবুল হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী শাহানাজ বেগমকে (৩৫) জবাই করে হত্যার অভিযোগ রয়েছে।

২০১৬ সালের ৭ ফেব্রুয়ারির এ ঘটনায় নিহত শাহানাজের ভাই সিরাজুল ইসলাম তার বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলায় আবুলকে গ্রেফতারও করা হয়েছিলো।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া বলেন, ওই মামলায় জামিন নেওয়ার পর বাড়িতেই থাকতেন আবুল। সোমবার সকালে আম গাছে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।  

ওসি বলেন, আবুলের মরদেহে আঘাতের চিহ্ন মেলেনি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ ব্যাপারে এখনই নিশ্চিত হওয়া যাবে না।  

মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ দুপুরেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আপাতত অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্তে অন্য কিছু পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।