সোমবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় তাদের আটক করা হয়।
আটকরা নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বামারবাগ এলাকার আবদুল জলিলের ছেলে মারুফ (২০) ও বরগুনার আমতলি উপজেলার কড়ইবুনিয়া এলাকার মোতালেবের ছেলে রাকিব (৩১)।
র্যাব-৫ জানায়, বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তিন হাজার ৯৬৫ বোতল ফেনসিডিলসহ ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার সাঈদ আবদুল্লাহ্ আল মুরাদ।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
টিএ