ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

৪ হাজার বোতল ফেনসিডিলসহ আটক ২, ট্রাক জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৪, মার্চ ২৬, ২০১৮
৪ হাজার বোতল ফেনসিডিলসহ আটক ২, ট্রাক জব্দ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের কানসাট-গোমস্তাপুর আঞ্চলিক সড়কের গোপালনগর মোড়ে একটি ট্রাকে তল্লাশি করে তিন হাজার ৯৬৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় তাদের আটক করা হয়।

আটকরা নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বামারবাগ এলাকার আবদুল জলিলের ছেলে মারুফ (২০) ও বরগুনার আমতলি উপজেলার কড়ইবুনিয়া এলাকার মোতালেবের ছেলে রাকিব (৩১)।

র‌্যাব-৫ জানায়, বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তিন হাজার ৯৬৫ বোতল ফেনসিডিলসহ ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার সাঈদ আবদুল্লাহ্ আল মুরাদ।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।