ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

মাগুরায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৮, মার্চ ২৬, ২০১৮
মাগুরায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন কুচকাওয়াজ

মাগুরা: মাগুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে মহান স্বাধীনতা দিবস।

সোমবার (২৬ মার্চ) সকাল ৬টা ১ মিনিটে শহরের নোমানী ময়দানে শহীদদের স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার খান মহম্মদ রেজওয়ান ও জেলা প্রশাসক আকিতুর রহমান। পরে জেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকা হয়।

এ উপলক্ষে সকাল ৮টায় মাগুরা আসাদুজ্জামান স্টেডিয়ামে পুলিশ, আনসার, ভিডিপি ও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় ছালাম গ্রহণ করেন জেলা প্রশাসক আতিকুর রহমান ও পুলিশ সুপার খান মোহাম্মাদ রেজওয়ান আহম্মেদ।  

এসময় স্টেডিয়ামে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও শহীদ পরিবারের সদস্যসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।  

এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, হাসপাতাল-জেলখানায় উন্নত খাবার পরিবেশন, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।