চার বছরের তানিয়ার দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখে কিছুটা অবাকই হয়েছিলেন বাবা। তবে এটা নতুন কিছু নয়।
সোমবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসের সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে মেয়েকে নিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে আতাউর রহমানের সঙ্গে কথা হয়।
আতাউর রহমান বাংলানিউজকে বলেন, তানিয়া বরাবরই জাতীয় উৎসবগুলোতে অংশ নিতে ভালোবাসে। টিভিতে সংবাদ দেখে সে বলেছে, ‘বাবা কাল কিন্তু স্বাধীনতা দিবসে আমাকে নিয়ে যেতে হবে। ’ মেয়ের এমন বায়না আমাকে খুশি করে। এত অল্প বয়সে দেশের প্রতি তার ভালোবাসা দেখে আমি মুগ্ধ হই।
শ্রদ্ধা শেষে বাবার কাঁধে চড়ে বাড়ির পথ ধরেছে তানিয়া। বাংলানিউজকে ছোট্ট তানিয়া বলে, আমি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। আমার খুব ভালো লাগে স্বাধীনতা দিবসে আসতে।
স্বাধীনতা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোলেননি শারীরিক প্রতিবন্ধীরাও। সকাল থেকেই তারা দলে দলে হুইল চেয়ারে করে শহীদ বেদীতে এসে শ্রদ্ধা নিবেদন করছেন।
তাদেরই একজন নিবেদিতা। বাংলানিউজকে তিনি বলেন, হাঁটতে পারি না তাতে কি হয়েছে, তাই বলে কি মুক্তিযুদ্ধ ও শহীদের প্রতি শ্রদ্ধা জানাবো না। আমি প্রতি বছরই এখানে আসি শ্রদ্ধা জানাতে।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ এলাকায় বাড়তে থাকে মানুষের ঢল। দল-মত-ধর্ম নির্বিশেষে তারা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এসএ/এমএসি/এইচএস/আরআর/জেডএস